০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফেনী-১  নৌকার প্রার্থীকে জিতাতে ঐক্যবদ্ধ আ.লীগ নেতারা
  • Updated Dec 30 2023
  • / 462 Read

 

পরশুরাম প্রতিনিধি;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে জিতিয়ে ইতিহাস গড়তে মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারাও সবাই ঐক্যবদ্ধ। 
গত দুই সংসদ নির্বাচনে জোটের স্বার্থে ফেনী-১ ছেড়ে দেওয়ায় দলের নেতা-কর্মীদের মনে ক্ষোভ থাকলে দীর্ঘ ১০ বছর পর এবার এ আসনে নিজ দলীয় প্রার্থী এবং সর্বমহলে গ্রহণযোগ্য নাসিম চৌধুরীকে পেয়ে উচ্ছ্বসিত মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগ। নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে একজোট হয়ে মাঠে নেমেছেন তাঁরা।
মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর আয়োজনে শুক্রবার বটতলী, মেলাঘর, সুবার বাজার এবং মধুগ্রামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ঢল নামে।


এসব পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি বলেন আমি শুধু আওয়ামী লীগের এমপি নয় সবার সব দলের এমপি হতে চাই। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসলে কেউ ভাতার বাইরে থাকবেনা। কর্মমুখী অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান আমার নির্বাচনি এলাকায় গড়ে তুলবো। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ভোট বর্জন করে কোন কিছু অর্জন করা যাবে না। ভোট দেওয়া আমাদের সবার নাগরিক অধিকার নিজের পছন্দের পার্থীকে ভোট দেওয়ার অধিকার কেউ বাঁধা দিতে পারবে না। 


পথসভা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ দলীয় নেতাকর্মীরা।

Tags :

Share News

Copy Link

Comments *